জমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীন হওয়া উচিত: সিনিয়র সচিব
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ বলেছেন, ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত।
রোববার (১৪ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের আলোকে একই ছাতার নিচে সকল ভূমিসেবা সহজে প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশনসংক্রান্ত কার্যাবলি ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন করার বিষয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় জটিলতার অন্যতম প্রধান কারণ হলো ভূমি প্রশাসন ও ভূমি রেজিস্ট্রেশনের দ্বৈত নিয়ন্ত্রণ। বর্তমানে ভূমি প্রশাসন ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকলেও ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয় আইন মন্ত্রণালয়ের অধীনে। এই বিভাজন প্রশাসনিক অসামঞ্জস্য সৃষ্টি করছে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে।
তিনি বলেন, “আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের দুর্ভোগ লাঘবই মূল লক্ষ্য। ভূমি রেজিস্ট্রেশন ভূমি ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশ হলেও, এটি ভিন্ন মন্ত্রণালয়ের হাতে থাকায় তথ্য সমন্বয় ব্যাহত হয়, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় এবং দুর্নীতির সুযোগ বৃদ্ধি পায়।”
তিনি বলেন, ভূমি রেজিস্ট্রেশন যদি ভূমি মন্ত্রণালয়ের অধীনে চলে, তাহলে একক কর্তৃত্বে সমন্বিত ব্যবস্থাপনা সম্ভব হবে। এতে সব তথ্য এক প্ল্যাটফর্মে সংরক্ষিত ও যাচাইযোগ্য হবে, দলিল জালিয়াতি ও দ্বৈত নিবন্ধন কমবে। জনগণের ভোগান্তি কমবে এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।



























