সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ২৮ ডিসেম্বর ২০২৫

নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না : মির্জা ফখরুল

নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না : মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। বিভেদ হলে চক্রান্তকারীরা সুযোগ নেবে এবং দেশ অস্থির হয়ে পড়বে।

রোববার ঠাকুরগাঁও শহরের গড়েয়া রোডে মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র মাঠে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু মহল নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, অর্থনীতি ভেঙে ফেলা হয়েছে এবং ব্যাংক লুটপাটের মাধ্যমে অল্প কয়েকজনকে অতি ধনী করা হয়েছে।

জনপ্রিয়