বৃহত্তর ঐক্যের স্বার্থে ৮ দলের সঙ্গে নির্বাচন করব: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান পরবর্তী দেশের পুনর্গঠন ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত ইসলামীর সঙ্গে জোট গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রথম থেকেই বলেছি, আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতি ও মনোনয়ন আহ্বান চলছিল। পরে সংস্কারের উদ্দেশ্যে আরও দুই দলের সঙ্গে সমঝোতা হয়। সেই তিন দল মিলে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড নির্বাচনি পরিস্থিতি পরিবর্তিত করেছে।”



























