ডিগ্রি শুধু চাকরির জন্য নয় : তথ্য উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ-সুবিধা নয়, বরং পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ হয়ে কর্মজীবনে প্রবেশ করা উচিত।
রোববার সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি ।
পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না, বরং মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের পরিবর্তনের মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়।
পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নদী, বন ও জীববৈচিত্র্য মানুষের সৃষ্টি নয়, তাই উন্নয়নের নামে ধ্বংস করার অধিকার নেই। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ক্ষুণ্ন হয়।
উপদেষ্টা তরুণদের রাজনীতি সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্য, সংলাপ ও সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
সমাবর্তনে শারমীন এস মুরশিদ, প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ড ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০২১-২০২৫ সালের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্যে ১৩ জনকে চ্যান্সেলরস গোল্ড মেডেল, ৮৩ জনকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরবর্তীতে বৃক্ষরোপণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



























