শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫

চাঁদপুরে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু

চাঁদপুরে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় দোকানের ভেতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর কর্মচারীর করুণ মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভ্যারাইটিজ স্টোর, ইমান হোসেনের ঔষধের দোকান, নজরুলের মাছের খাদ্যের দোকান ও জহিরের ওয়ার্কশপ ভস্মীভূত হয়। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ভ্যারাইটিজ স্টোরের ভেতরে থাকা কর্মচারী সাব্বির বের হতে না পেরে পুড়ে মৃত্যু হয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়