নতুন রূপে ফিরছেন সামান্থা
দক্ষিণী চলচ্চিত্র জগতে আবারও আলোচনার কেন্দ্রে সামান্থা রুথ প্রভু। দীর্ঘ বিরতির পর তেলেগু সিনেমায় তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘মা ইন্তি বাঙারাম’–এর মাধ্যমে। ছবিটি নির্মিত হচ্ছে সামান্থার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স–এর ব্যানারে, যা তার ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করতে চলেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেন সামান্থা নিজেই। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি ভক্তদের জন্য দেন বিশেষ চমক—ঘোষণা করেন সিনেমার টিজার মুক্তির তারিখ। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় প্রকাশ পাবে ‘মা ইন্তি বাঙারাম’-এর টিজার। যদিও ছবির মুক্তির দিনক্ষণ এখনো জানানো হয়নি, তবে টিজার প্রকাশের দিনই সিনেমা সংশ্লিষ্ট আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনা হবে।
পোস্টারে দেখা যায়, একটি বাসের ভেতরে শাড়ি পরা অবস্থায় দৃঢ় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সামান্থা। তার চোখে-মুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস, সাহস আর লড়াকু মনোভাব। স্পষ্টতই বোঝা যায়, এখানে তিনি অভিনয় করছেন এক শক্ত, নির্ভীক ও প্রতিবাদী নারীর চরিত্রে।
জানা গেছে, সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলোতে সামান্থা নিজেই অংশ নিয়েছেন প্রায় সম্পূর্ণভাবে। খুব সীমিত ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে বডি ডাবল। চরিত্রের প্রতি এই নিবেদন তার পেশাদারিত্ব ও অভিনয়ের প্রতি দায়বদ্ধতাকেই নতুন করে তুলে ধরেছে।
নন্দিনী রেড্ডি পরিচালিত এই ছবিতে সামান্থার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গুলশান দেবাইয়া ও দিগন্তকে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও নন্দিনী রেড্ডির পরিচালনায় সামান্থার অভিনীত ছবি ‘ওহ! বেবি’ দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। সেই সফল জুটি আবারও একসঙ্গে কাজ করায় প্রত্যাশা আরও বেড়েছে।
সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার সন্তোষ নারায়ণন, যা ছবির আবহ ও আবেগকে নতুন মাত্রা দেবে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
ব্যক্তিগত জীবনে সামান্থা সম্প্রতি নতুন অধ্যায় শুরু করেছেন। গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমোরু–র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আয়োজন।
ক্যারিয়ারের দিক থেকে সাম্প্রতিক সময়ে সামান্থাকে দেখা গেছে একাধিক অ্যাকশন ও থ্রিলারধর্মী প্রজেক্টে, যেখানে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ২০২৫ সালে নিজের প্রযোজিত একটি হরর-কমেডি ছবিতে বিশেষ উপস্থিতির পর ‘মা ইন্তি বাঙারাম’–কে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অনেকের মতে, এই ছবিই সামান্থার ক্যারিয়ারে যোগ করতে যাচ্ছে এক নতুন, সাহসী মাত্রা।



























