শনিবার ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ৯ জানুয়ারি ২০২৬

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর চারজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে বাসে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়