শনিবার ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:০৬, ৯ জানুয়ারি ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালকসহ দুইজন গ্রেপ্তার

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালকসহ দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে যৌথ বাহিনীর অভিযান, আটক দুইজন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার পিএসসি ভবনের সামনে থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতাকেও গ্রেপ্তার করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন মাহবুব ও বিল্লাল হোসেন। মাহবুব এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।

যৌথ বাহিনীর দাবি, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় মাহবুব জড়িত ছিলেন। তার দেওয়া তথ্যের সূত্র ধরে মূল হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে র‍্যাব আটক করে। পরে রাতেই মাহবুবকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

আজ শুক্রবার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রশ্নপত্র ফাঁসের আশ্বাস দিয়ে বিল্লাল ও মাহবুব বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অর্থ আদায় করছিল। যৌথ বাহিনীর সদস্যরা ছদ্মবেশে ক্রেতা সেজে যোগাযোগ করে তাদের আটক করে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যৌথ বাহিনী একজনকে আটক করেছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়