শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮, ২৪ জানুয়ারি ২০২৬

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে এমপি পদপ্রার্থীর নির্বাচনি বিলবোর্ড

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে এমপি পদপ্রার্থীর নির্বাচনি বিলবোর্ড
ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অপ্রতিরোধ্য চাটমোহর' ঢেকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-০৩ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগার এর নির্বাচনি প্রচার বিলবোর্ড স্থাপন করায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাসে গিয়ে দেখা যায় মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অপ্রতিরোধ্য চাটমোহর' এর সম্মুখে বাঁশপুতে মাওলানা আলী আছগারের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড টাঙ্গানো হয়েছে এ বিষয়ে আলী আজগর সাহেব কে মোবাইল ফোনে দিলে তাকে পাওয়া যাই ভাঙ্গুড়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফোন রিসিভকরেন, হুরাইরা হৃদয় বলেন রাতের অন্ধকারে বিল বোর্ড লাগানো হয়েছে তাই বুঝতে পারা যায়নি, পরে বিল বোর্ড স্থানান্তর করা হবে বলে জানান।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান, বিষয়টি আমিও দেখেছি। এ বিষয়ে কি করা যায় তা ইউএনও মহোদয়ের সাথে আলাপ করবো।

বিলবোর্ড স্থাপনের ব্যাপারে জামায়াতের চাটমোহর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল হামিদ জানান, এটাতো অল্প কয়েক দিনের ব্যাপার, তারপরেও যেহেতু আপত্তি এসেছে আমরা বিলবোর্ডটি পার্শ্ববর্তী কোন স্থানে স্থাপনের ব্যবস্থা করবো।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী এ ব্যাপারে জানান, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ