ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান ডাকসুকে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলে উল্লেখ করায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।
রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তুলিকা দাহ করা হয়।
কর্মসূচিতে ডাকসু সদস্য হেমা চাকমা বলেন, ডাকসু ও নারী শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য। তিনি শামীম আহসানের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান আব্দুল্লাহও বক্তব্যটির তীব্র নিন্দা করেন।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে শামীম আহসানের বক্তব্যকে অশ্লীল ও অর্বাচীন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ডাকসুও নিন্দা জানায়। ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।



























