বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ২৬ জানুয়ারি ২০২৬

মেহেরপুর জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

মেহেরপুর জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩
ছবি: সংগৃহীত

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি গাড়ি থেকে ধারালো চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মাইক্রোবাসের চালক মোনাখালী গ্রামের ইজারুল হকের ছেলে সোহেল রানা, জামায়াত কর্মী কামদেবপুর গ্রামের সাবদার আলীর ছেলে সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের রবিউল ইসলামের ছেলে সেলিম রেজা।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সব যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে তিনটি ফোল্ড ডাবল স্টিক, একটি বিদেশি ধারালো কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকিটকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং আটক তিনজনকে থানায় নেওয়া হয়।