সাংবাদিককে লক্ষ্য করে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্তা
দুর্নীতির মামলায় বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক শাহ আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক শেখ ফারুক হোসেন আবেদনটি না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে আদালত থেকে অভিযুক্ত শাহ আলমকে কারাগারে নেওয়ার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন স্বজনরা। এ সময় পুলিশের সামনেই বরিশালের স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক আব্দুর রহমানকে লক্ষ্য করে লাথি মারেন শাহ আলম।
সাংবাদিক আব্দুর রহমান জানান, আদালতের আদেশের পর যখন শাহ আলমকে বের করছিল পুলিশ তখন তিনি ছবি তুলতে যান। এ সময় ক্ষিপ্ত হয়ে শাহ আলম পুলিশের সামনে তাকে লক্ষ্য করে লাথি মারেন।
কারাগারে যাওয়া শাহ আলম বিআরটিএর বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায় আড়াই হাজার বাস-ট্রাককে ভুয়া রেজিষ্ট্রেশন দিয়েছেন।



























