বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ২৩ অক্টোবর ২০২৫

দাম কমলো, আজ থেকে যত দামে পাচ্ছেন স্বর্ণ

দাম কমলো, আজ থেকে যত দামে পাচ্ছেন স্বর্ণ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। এতে এক লাফে ভরিতে সোনার দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা। সাম্প্রতিক সময়ে সোনার দামে এমন বড় ধরনের পতন দেখা যায়নি।

তবে দাম কমলেও ভালো মানের সোনার (২২ ক্যারেট) এক ভরির দাম এখনো দুই লাখ টাকার বেশি। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানায় সংগঠনটি।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সোনার দামে এ সমন্বয় আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

নতুন দামে সোনার মূল্য (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট: ২,০৮,৯৯৬ টাকা
  • ২১ ক্যারেট: ১,৯৯,৫০১ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৭০,৯৯৪ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৪২,২১৯ টাকা

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৬,২০৫ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৫,৪৭০ টাকায়। অর্থাৎ, ভরিতে কমেছে ৭৩৫ টাকা।

জনপ্রিয়