গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের পর থেকেই গোলখরায় ভুগছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাঝে হাতের সার্জারির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরেও ছিলেন তিনি। অবশেষে সেই খরা কাটালেন চ্যাম্পিয়নস লিগে। বুধবার রাতে (স্থানীয় সময়) সান্তিয়াগো বার্নাব্যুতে বেলিংহ্যামের করা একমাত্র গোলে জুভেন্তাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
পুরো ম্যাচে সবদিক থেকেই এগিয়ে ছিল স্বাগতিক রিয়াল। ৬৬ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ২৬টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, জুভেন্তাসের ১১টি শটের মধ্যে ৬টি ছিল অন টার্গেট। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট পর্যন্ত।
ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরলে কাছাকাছি অবস্থান থেকে বল জালে জড়ান বেলিংহ্যাম— তাতেই খরা কাটানোর পাশাপাশি দলকেও এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
এই মৌসুমের শুরুতে সার্জারির কারণে মাঠের বাইরে ছিলেন বেলিংহ্যাম। সেপ্টেম্বরে লা লিগায় এসপানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন তিনি। জুভেন্তাসের বিপক্ষে ম্যাচটি ছিল চলতি মৌসুমে তার মাত্র সপ্তম ম্যাচ।
ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “আমি জুডের জন্য খুব খুশি। ইনজুরি থেকে ফেরার পর তার এমন একটি ভালো ম্যাচের প্রয়োজন ছিল। শুধু গোল নয়, ম্যাচজুড়ে সে দুর্দান্ত খেলেছে। এমন পারফরম্যান্সের পর সে নিশ্চয়ই এখন অনেক স্বস্তিতে আছে।”
ম্যাচের শুরুতে জুভেন্তাসের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল রিয়ালের রক্ষণভাগ। গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। ২০ মিনিটের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ব্রাহিম দিয়াজের শট রুখে দেন জুভ গোলরক্ষক, এরপর চুয়ামেনির শট ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে যায়।
৪৯ মিনিটে সবচেয়ে বড় সুযোগ এসেছিল জুভেন্তাসের সামনে। দুসান ভ্লাহোভিচ একক প্রচেষ্টায় এগিয়ে গেলেও তার শট কোর্তোয়া পায়ে ঠেকিয়ে ফিরিয়ে দেন। মিনিট সাতেক পর আসে ম্যাচের একমাত্র গোল— ভিনিসিয়ুসের শট পোস্টে ফিরে আসলে তা দারুণভাবে জালে পাঠান বেলিংহ্যাম।
রিয়ালের হয়ে নিজের ৩০০তম ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে প্রশংসা কুড়িয়েছেন কোর্তোয়া। মাঝমাঠে দাপুটে খেলে ম্যাচসেরা হয়েছেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার।
তবে জয় সত্ত্বেও রিয়ালের জন্য হতাশার খবর— দ্বিতীয়ার্ধে রাউল অ্যাসেনসিও মাংসপেশির চোটে মাঠ ছাড়েন।
এই জয়ের ফলে এবারের চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে অবস্থান করছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও আর্সেনাল।