আজ এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল আজ রবিবার প্রকাশ করা হবে। সকাল ১০টা থেকে দেশের সব শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানিয়ে দেবে বোর্ডগুলো।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী প্রায় ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে সর্বাধিক আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম আবেদন পড়ে বরিশাল বোর্ডে। বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।
গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরদিন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে আবেদন ফি নির্ধারিত ছিল ১৫০ টাকা।
এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, যা মোট পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী (৪১.১৭ শতাংশ)।
পাসের হারে ছাত্রীদের সাফল্য ৬২.৯৭ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫৪.৬০ শতাংশ।



























