সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ১৭ নভেম্বর ২০২৫

হাসিনার রায়ের অপেক্ষায় জাতি: মির্জা ফখরুল

হাসিনার রায়ের অপেক্ষায় জাতি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেছেন যে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আশা ব্যক্ত করেন।

তিনি লিখেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে ।আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে । জাতি অপেক্ষায় আছে!
মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকার কার্জন হল-সংলগ্ন প্রধান সড়কের একপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়