জাবিতে অফিসার্স সমিতির নির্বাচনী ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির দ্বিবার্ষিক পরিষদ নির্বাচন (২০২৬–২০২৭) এর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজমল আমীন, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম মিয়া।
বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. আজমল আমীন ২১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আঃ রহমান পেয়েছেন ১১৯ ভোট। সহ-সভাপতি পদে মো. আবুল কাশেম ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম মিয়া ২০৩ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে অন্যান্য প্রার্থীরা তুলনামূলকভাবে কম ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাজীজ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে কোষাধ্যক্ষ পদে মো. খোকন মিয়া ১৭৬ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মান্নান হোসেন উজ্জ্বল ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার সম্পাদক পদে মো. সামছুল আলম তালুকদার ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়াও, সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন মো. ইয়ার হোসেন (২১৭ ভোট)। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে পারভীন আক্তার (১৮৮ ভোট) এবং খাইরুল ইসলাম (১৮২ ভোট)। মোট ১৫ জন প্রার্থী সদস্য পদে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের সদস্যরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। বিজয়ী প্রার্থীরা অফিসার্স সমিতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



























