সিডনি টেস্ট হেরে রুটের লজ্জার রেকর্ড
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে অ্যাশেজ মানেই ইংল্যান্ডের জন্য কঠিন পরীক্ষা। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টে সেই পরীক্ষায় আবারও ব্যর্থ হলো ইংলিশরা। তবে দলগত হারের আড়ালে জো রুটের নামের পাশে যুক্ত হলো এক অস্বস্তিকর বিশ্বরেকর্ড—যা ক্রিকেট ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।
ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি হার দেখার রেকর্ড গড়েছেন। সিডনি টেস্টে ৭ উইকেটের হারের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় এটি রুটের ১৬তম টেস্ট পরাজয়।
টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে আর কোনো ক্রিকেটার একটি নির্দিষ্ট দেশের বিপক্ষে তাদের নিজস্ব মাঠে এত বেশি টেস্ট হারেননি। এই হারের মাধ্যমে রুট ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডেরই দুই সাবেক তারকা—জেমস অ্যান্ডারসন ও অ্যালিস্টার কুককে।
এর আগে অ্যান্ডারসন ও কুক অস্ট্রেলিয়ার মাটিতে ১৫টি করে টেস্ট হারিয়ে যৌথভাবে এই তালিকার শীর্ষে ছিলেন। বৃহস্পতিবার সিডনির হার রুটকে এককভাবে সেই তালিকার শীর্ষে তুলে দিয়েছে।
অস্ট্রেলিয়ায় জো রুট এখন পর্যন্ত খেলেছেন মোট ১৯টি টেস্ট। এর মধ্যে ১৬টিতে হার দেখেছেন তিনি। জয়ের মুখ দেখেছেন মাত্র একবার—চলতি অ্যাশেজ সিরিজের মেলবোর্ন টেস্টে।
টেস্ট ক্রিকেটে ঘরের মাঠ ও বিদেশ মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হারার বিশ্বরেকর্ড অবশ্য এখনও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা শিবনারায়ণ চন্দ্রপলের দখলে। ১৯৯৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মে পর্যন্ত ১৬৪টি টেস্ট খেলেছেন তিনি, যার মধ্যে ৭৭টিতেই ছিল পরাজয়। এই তালিকায় চন্দ্রপলের পরেই আছেন জেমস অ্যান্ডারসন (৬৮টি হার) এবং জো রুট (৬৪টি হার)।
বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারার তালিকাতেও শীর্ষে চন্দ্রপল। ক্যারিয়ারে তিনি বিদেশে হার দেখেছেন ৫২টি টেস্টে। দ্বিতীয় স্থানে আছেন ব্রায়ান লারা (৪৩)। আর অ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন জো রুট—দু’জনই বিদেশের মাটিতে ৪২টি করে টেস্টে পরাজিত হয়েছেন।
ব্যক্তিগত কৃতিত্বে উজ্জ্বল এক ক্যারিয়ারের পাশে এভাবে যুক্ত হলো একটি বিব্রতকর অধ্যায়—যা জো রুটের মতো কিংবদন্তি ব্যাটসম্যানের জন্যও ইতিহাসের কঠিন বাস্তবতা হয়ে রইল।



























