মুছাব্বির হত্যায় ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার পেছনে পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।”
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল যথাযথ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “কবর জিয়ারতের মাধ্যমে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। তাই এই সফরকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।”



























