রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ১৭ জানুয়ারি ২০২৬

বাকৃবির আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঈসা খাঁ ও সুলতানা রাজিয়া হল

বাকৃবির আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঈসা খাঁ ও সুলতানা রাজিয়া হল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫-এর ছেলেদের ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে ঈসা খাঁ হল এবং সুলতানা রাজিয়া হল।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ছেলেদের ফাইনাল ম্যাচে ১৩–১১ ব্যবধানে ফজলুল হক হলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ঈসা খাঁ হল। এর আগে গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত মেয়েদের ফাইনাল ম্যাচে তাপসী রাবেয়া হলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে সুলতানা রাজিয়া হল।

প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হন সুলতানা রাজিয়া হলের জয়া আক্তার এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পান একই হলের নাইমা নওশীন। ছেলেদের বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হন ঈসা খাঁ হলের জহির এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন ফজলুল হক হলের মাহিন।

ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাকৃবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।'

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. মনির হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সঞ্চালনা করেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. আসাদুল হক সজল।

সর্বশেষ