ডিআইইউ মুট কোর্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মুট কোর্ট সোসাইটির ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক একাডেমিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ডিআইইউ আইন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, মুট কোর্ট সোসাইটির সাবেক ও বর্তমান সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রকিবুল ইসলাম (৬৪তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সানজিদা ফামি (৬৫তম ব্যাচ)। নবগঠিত এই নেতৃত্বের মাধ্যমে সোসাইটির একাডেমিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউ আইন বিভাগের চেয়ারম্যান নাসির আহমদ, ফ্যাকাল্টি অব ল’–এর ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মনজুর হুসাইন এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তাঁরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং ডিআইইউ মুট কোর্ট সোসাইটির একাডেমিক কার্যক্রম ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা তাঁদের দায়িত্বশীল নেতৃত্ব, একাডেমিক নিষ্ঠা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সোসাইটির কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
২০২৫ সালে ডিআইইউ মুট কোর্ট সোসাইটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ও একাডেমিক আয়োজনে অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট, স্টেটসন এনভায়রনমেন্টাল মুট কোর্ট, হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট, জাতীয় ট্রায়াল ট্যাকটিকস ওয়ার্কশপ, মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ও আইন অলিম্পিয়াড। পাশাপাশি পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, মুটিং ওয়ার্কশপ এবং ইন্ট্রা-ডিপার্টমেন্ট মুট কোর্ট প্রতিযোগিতার সফল আয়োজন করা হয়।
নতুন কমিটির সভাপতি মো. রকিবুল ইসলাম বলেন, “ডিআইইউ মুট কোর্ট সোসাইটি আইন শিক্ষায় উৎকর্ষতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্ল্যাটফর্ম। গবেষণা, প্রশিক্ষণ ও মুটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগতভাবে প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।”
সাধারণ সম্পাদক সানজিদা ফামি বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বেরও। আমরা দলগতভাবে সোসাইটির একাডেমিক মান আরও উন্নত করতে কাজ করবো।”
অনুষ্ঠানের শেষ পর্বে একটি মুটিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়, যেখানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন মো. মোস্তাফা হোসান, সহকারী অধ্যাপক, স্কুল অব ল’, ব্র্যাক ইউনিভার্সিটি। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক ছিল বলে আয়োজকরা জানান।



























