শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩২, ২৪ জানুয়ারি ২০২৬

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবির নানা আয়োজন

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবির নানা আয়োজন
ছবি: সংগৃহীত

২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে পিঠা উৎসব, আলপনা অঙ্কন, দেশীয় লোকসঙ্গীত, শিরোনামহীন ব্যান্ডের পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। 

শুক্রবার (২৩ ই জানুয়ারি) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক  ড. মোঃ রফিউল হাসান এ তথ্য জানান। 

তিনি জানান, এদিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা, পিঠা উৎসব ,বিভিন্ন বিভাগীয় পিঠা স্টল ও আলপনা পরিদর্শন, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,ফটোগ্রাফিক কম্পিটিশন, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে যবিপ্রবি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে  উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা সংক্রান্ত পোস্টার উপস্থাপনের আয়োজন। 

তিনিও আরও জানান,পিঠা স্টলের পাশাপাশি থাকবে উদ্যোক্তাদের , এলামনাই এসোসিয়েশনের এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন স্টল। এছাড়াও যবিপ্রবির উন্নত মমশির ক্লাব কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লব স্মৃতি প্রদর্শনী জন্য থাকবে একটি স্টল। সবশেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সঙ্গীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন।

সারাদিনব্যাপি অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে যবিপ্রবির জলতরঙ্গ, প্রবাহ সংস্কৃতি ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল ক্লাবসমূহ।

প্রসঙ্গত,২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করে সরকার। এজন্য প্রতি বছর এ দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।