শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৩, ২৪ জানুয়ারি ২০২৬

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রতিনিধি নিয়োগ এনসিপির

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রতিনিধি নিয়োগ এনসিপির
ছবি: সংগৃহীত

গণভোটের পক্ষে প্রচার জোরদার করতে ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রচারকের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‘হ্যাঁ’কে বিজয়ী করতে এনসিপি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও কার্যক্রম গ্রহণ করবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি, আপনারা আমাদের এসব কর্মসূচি কাভার করবেন এবং দেশের মানুষের কাছে তা পৌঁছে দেবেন।”

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগসহ বিভিন্ন মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হলেও তা এখনো পর্যাপ্ত নয়। দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ প্রত্যন্ত এলাকার প্রতিটি গ্রাম ও অলিগলিতে গণভোটের বার্তা এবং এ বিষয়ে সচেতনতা পৌঁছে দেওয়া জরুরি।

গুজব প্রসঙ্গে তিনি বলেন, মাঠপর্যায়ে গণভোটকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। যেমন—গণভোটে ‘বিসমিল্লাহ’ থাকবে না—এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার মোকাবিলা ও জনসচেতনতা বাড়াতে এনসিপি ২৭০টি আসনে গণভোটের প্রচারক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

এরই অংশ হিসেবে শুক্রবার ২৩৮টি আসনে গণভোটের প্রচারকদের নাম ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তারা নিজ নিজ আসনে প্রচার কার্যক্রম শুরু করবেন বলে জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।