বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্যে আত্মপ্রকাশ ‘বিভিএসডাব্লিউএ–বাউ’
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতকরণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিভিএসডাব্লিউএ–বাউ)’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত ২০ জানুয়ারি সন্ধ্যায় ভেটেরিনারি অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত এক সাধারণ সভায় শিক্ষার্থীদের সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনটির গঠন অনুমোদন দেওয়া হয়। বিষয়টি বুধবার (২১ জানুয়ারি) নিশ্চিত করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
সভায় উপস্থিত শিক্ষার্থীদের সমর্থনে আগামী দুই বছরের জন্য ১১৩ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান।
শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আতিকুল ইসলাম (আতিক) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বুরহান উদ্দিন সিয়াম।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. আবু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈফ আরমান, সাংগঠনিক সম্পাদক আপন গোস্বামী এবং দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান।
এছাড়া সংগঠনটির উপদেষ্টা পরিষদে ভেটেরিনারি অনুষদের আটটি বিভাগের বিভাগীয় প্রধান ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অন্তর্ভুক্ত থাকবেন।
সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যা শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা কার্যক্রম, পেশাগত উন্নয়ন, সম্প্রসারণ কার্যক্রম এবং সমাজসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরকে প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, শিগগিরই সংগঠনটির একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট থেকে আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ করা হবে।



























