ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির সাফল্যের নেপথ্যে শিক্ষকবৃন্দের নিরলস অবদান
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (DIUMCS)-এর বর্তমান সাফল্য কোনো আকস্মিক অর্জন নয়। এটি দীর্ঘদিনের পরিকল্পিত উদ্যোগ, একাডেমিক শৃঙ্খলা এবং সর্বোপরি একদল নিবেদিতপ্রাণ শিক্ষকের দূরদর্শী দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রমের ফল।
সংগঠনটির অগ্রযাত্রায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন DIUMCS-এর মডারেটর ও আইন বিভাগের প্রভাষক শাহরিয়ার মাহমুদ মিনার এবং কো-মডারেটর ও আইন বিভাগের প্রভাষক মেহেদি হাসান অনিক। তাঁদের প্রত্যক্ষ তত্ত্বাবধান, সময়োপযোগী নির্দেশনা ও অনুপ্রেরণামূলক নেতৃত্বে DIUMCS ধারাবাহিকভাবে একাডেমিক উৎকর্ষতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।
একাডেমিক কার্যক্রম পরিকল্পনা, প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন, মুটিং প্রস্তুতি, কর্মশালা আয়োজন, অভ্যন্তরীণ প্রতিযোগিতা পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ—DIUMCS-এর প্রতিটি স্তরে মডারেটর ও কো-মডারেটরের অবদান ছিল গভীর, কার্যকর ও দিকনির্দেশনামূলক। শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে তাঁদের নিবিড় তত্ত্বাবধান ও বাস্তবভিত্তিক পরামর্শ সংগঠনের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করেছে।
সংগঠনের সদস্যরা জানান, DIUMCS-এর অর্জিত সাফল্য, প্রশিক্ষণ কার্যক্রম এবং একাডেমিক মানোন্নয়নের পেছনে এই দুই শিক্ষকের অবিচ্ছিন্ন তত্ত্বাবধান ও নৈতিক সমর্থন ছিল প্রধান শক্তি। শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মুট কোর্ট চর্চার সূচনা হয়েছিল আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুবারক হোসেন ও সাবেক ফ্যাকাল্টি সদস্য আসাদুল্লাহিল গালিব-এর হাত ধরে। সেই ধারাবাহিকতায় আজ মুট কোর্ট সোসাইটি নতুন উচ্চতায় পৌঁছেছে বর্তমান মডারেটর ও কো-মডারেটরের নিরলস প্রচেষ্টার মাধ্যমে।
এছাড়াও DIUMCS-এর প্রধান উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল্লাহ আল মনজুর হোসেন, ডিন, ফ্যাকাল্টি অব ল; উপদেষ্টা নাছির আহমদ, চেয়ারম্যান, আইন বিভাগসহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ তাঁদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে সংগঠনটির একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
DIUMCS বিশ্বাস করে, শিক্ষক ও শিক্ষার্থীদের এই সুদৃঢ় সহযোগিতাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রযাত্রার মূল শক্তি। সংগঠনের পক্ষ থেকে মডারেটর, কো-মডারেটর এবং আইন বিভাগের সকল সম্মানিত শিক্ষকের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে তাঁদের নেতৃত্বে DIU-এর মুট কোর্ট কার্যক্রম আন্তর্জাতিক পরিসরে আরও বৃহৎ সাফল্য অর্জন করবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।



























