বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রাজধানীর বাড্ডায় একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিহতের নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, খবর পেয়ে সুবীর বিশ্বাসকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি ছাদ থেকে পড়ে গেছেন বা মৃত্যুর প্রকৃত কারণ—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শচীন বিশ্বাসের ছেলে।
মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



























