বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ২৬ জানুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়েছে: জবি উপাচার্য

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়েছে: জবি উপাচার্য
ছবি: সংবাদ পরিক্রমা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো: রেজাউল করিম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়। তাঁর নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়। 

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আয়োজিত প্রবন্ধ উপস্থাপন ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, ইতিহাস প্রমাণ করে—জোর করে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায় না। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমেই একজন নেতা চিরস্মরণীয় হয়ে থাকেন। বেগম খালেদা জিয়া জনগণের সেই আস্থা ও নির্ভরতার প্রতীক। তিনি স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান বিশ্ববিদ্যালয় পরিবার আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ভবিষ্যতে তাঁর জীবন, নেতৃত্ব ও রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক গবেষণা পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠান শেষে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে যোহর নামাজের পর বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তাঁর দেশ ও জাতির কল্যাণে অবদানের কথা স্মরণ করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।