বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৬ জানুয়ারি ২০২৬

জাবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা, ছাত্রত্ব নেই সভাপতির

জাবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা, ছাত্রত্ব নেই সভাপতির
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ৪৭ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি ৪৮ব্যাচের শিক্ষার্থী জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এখনো প্রকাশ করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। তবে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমানের ছাত্রত্ব নেই। এর আগে শিবিরের জাবি শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে কবে নাগাদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, জাবি শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সদস্য সমাবেশে ব্যালট পেপারের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। ভোট গ্রহণ শেষে সর্বাধিক ভোট পাওয়ায় মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয় এবং তাকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি।

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন।

ছাত্রত্ব না থাকার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি বর্তমানে কোথাও ভর্তি নেই। আমার পরিকল্পনা ছিল এমফিল করার। কিন্তু সাংগঠনিক ব্যস্ততার কারণে মাস্টার্সের গ্রেডশিট বা সার্টিফিকেট উত্তোলন করতে পারিনি। এ কারণে এ বছরের এমফিল সেশনে ভর্তি হতে পারিনি। আগামী সেশনে এই বিশ্ববিদ্যালয়ে এমফিলে ভর্তি হবো।’