বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১১:২৬, ১৫ মে ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বার্ষিক গবেষণা মেলা সফল সমাপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বার্ষিক গবেষণা মেলা সফল সমাপ্তি
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক গবেষণা মেলা-২০২৫, যা ছিল এক দিনব্যাপী আয়োজিত।

 

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনের মাঠে মেলার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বার্ষিক গবেষণা প্রবন্ধের মোড়ক উন্মোচন করেন।

 

উপাচার্য তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব শুধু জ্ঞান বিতরণ নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টি ও তা সমাজে ছড়িয়ে দেওয়া। যারা গবেষণায় গুরুত্ব দিয়েছে, তারাই আজ বিশ্বের শীর্ষে রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও দেশের জন্য গুরুত্বপূর্ণ গবেষণা করছে।

 

মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্র মোট ২৮টি স্টল স্থাপন করে তাদের গবেষণা প্রকাশনা ও প্রয়োগিক কাজ প্রদর্শন করে। উদ্বোধন পরবর্তীতে উপাচার্য মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া প্রতিটি বিভাগকে তাদের গবেষণা কার্যক্রম উপস্থাপনের সুযোগ দেওয়া হয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

 

গবেষণা মেলার অংশ হিসেবে আইকিউএসি-এর অর্থায়নে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের জন্য গবেষণা-সহায়ক সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়, যা প্রযুক্তিনির্ভর গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে।

দিনশেষে ‘Research Idea Competition’-এর বিজয়ীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার সমাপ্তি ঘটায়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।