শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩২, ৩১ জানুয়ারি ২০২৬

জাবিতে শিক্ষক নাহরিনকে প্রাণনাশের হুমকি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ

জাবিতে শিক্ষক নাহরিনকে প্রাণনাশের হুমকি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 

শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে একটি বিশেষ দলের লেবাসধারী কয়েকজন তরুণ অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বাসার নিরাপত্তা প্রহরীর কাছে একটি বেনামী চিঠি প্রদান করে। চিঠিতে লেখা ছিল— “কোন ধর্ম এবং দল নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, অন্যথায় এর দায় আপনাকেই নিতে হবে।” জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মতে, এই বক্তব্য স্পষ্টভাবে প্রাণনাশের হুমকির শামিল।

সংগঠনটি দাবি করে, নারী ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের চেতনা, যৌন-সহিষ্ণুতা ও মানবাধিকারের পক্ষে প্রকাশ্য মতামত দেওয়ার কারণেই অধ্যাপক ড. নাহিদা ইসলাম খান দীর্ঘদিন ধরে চাপ, হয়রানি ও হুমকির মুখে রয়েছেন। একজন শিক্ষক ও গবেষকের মতপ্রকাশের কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়া গণতান্ত্রিক ও সভ্য সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হেনস্তার ঘটনাগুলো একটি ধারাবাহিক প্রবণতার অংশ। বিশেষ করে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মুক্তচিন্তার বিরুদ্ধে আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম স্মরণ করিয়ে দেয়, গত বছর গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে অধ্যাপক ড. নাহিদা ইসলাম খানের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় ৫০০ ধারায় একাধিক মামলা দায়ের করা হয়। মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব মামলায় সর্বোচ্চ সতর্কতা ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়াও অধ্যাপক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে একাধিকবার অনলাইন আক্রমণ, হুমকিমূলক ইমেইল, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ছড়ানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, একটি উদার, স্বাধীন ও মুক্তচিন্তার বাংলাদেশ গড়ে তুলতে ধর্মের নামে সহিংসতা, নারী-নিপীড়ন এবং স্বাধীনতাবিরোধী রাজনীতির বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে তারা অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।