চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের
স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর হোসেন আরিফ অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্স পড়ার সুযোগ পেয়েছেন। তিনি পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন।
জানা যায়, তিনি টিউশন ফিতে ৩০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন, যার আর্থিক মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিলেন।
নুর হোসেন আরিফ বলেন, স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে যাওয়া নতুনদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আবেদনসহ পুরো প্রক্রিয়াটা নিজেকেই সামলাতে হয়। ভালো ফলাফলের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসও খুব গুরুত্বপূর্ণ। আমি একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম এবং দুটো থেকে অফার লেটার পাই।
তিনি আরও বলেন, চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়া আমার ক্যারিয়ারের জন্য বড় এক সাফল্য। এটি শুধু আমার নয়, নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্যই একটি অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, বিশ্বমানের শিক্ষার দ্বার এখন আমাদের সবার জন্যই উন্মুক্ত—শুধু প্রয়োজন সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস।
উল্লেখ্য, চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে অবস্থিত একটি গবেষণামুখী পাবলিক বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশনের ২০২৫ সালের বিশ্ব র্যাঙ্কিংয়ে এটি শীর্ষ ৪০০-এর মধ্যে স্থান পেয়েছে।