মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ৪ নভেম্বর ২০২৫

‘রাজনীতি একেবারেই বুঝি না’

‘রাজনীতি একেবারেই বুঝি না’
ছবি: সংগৃহীত

নিজের খোলামেলা বক্তব্য আর নির্ভীক ব্যক্তিত্বের জন্য সবসময় আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পর্দার বাইরে তিনি যেমন প্রাণবন্ত, তেমনি বাস্তব জীবনেও স্পষ্টবাদিতার জন্য অনন্য। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন রাজনীতিতে যোগদানের সম্ভাবনা ও নিজের সমালোচনা নিয়ে—খুবই অকপটে, নিজের মতো করেই।

অপরাজিতা বলেন, ‘চায়ে পে চর্চা’ হোক এটা আমিও চাই। আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে তখন আমার ভীষণ ভালো লাগে।’

হাসতে হাসতে তিনি আরও যোগ করেন,‘একদিন দেখেছিলাম আমাকে নিয়ে গোল টেবিল বৈঠক চলছে। আমি তখন গিয়ে বলেছিলাম—এই যে আমাকে নিয়ে তোমরা আলোচনা করছ, তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি।’

অভিনেত্রীর মতে, তাকে নিয়ে আলোচনা বা সমালোচনায় তিনি ইতিবাচক দিকটাই দেখেন। তার ভাষায়, ‘আমার কথা শুনে হয়তো সবাই অস্বস্তি বোধ করেছিল, কিন্তু আমি মনে করি, আমাকে নিয়ে যখন কেউ চর্চা করে, তখন কিছু সময়ের জন্য সে নিজের দুঃখ-কষ্ট ভুলে থাকে। এটা ভাবতেই আমার ভীষণ ভালো লাগে।’

রাজনীতিতে যোগদানের প্রশ্নে অপরাজিতা স্পষ্ট জানিয়ে দেন, এই ক্ষেত্র তার নয়। তিনি বলেন, ‘আমি রাজনীতি একেবারেই বুঝি না। তাই কোনোদিন রাজনীতিতে যোগ দেব না। আমি মনে করি, সব বিষয় সবার জন্য নয়। যেটা আমি বুঝি না, সেই জায়গায় আমি থাকি না।’

জনপ্রিয়