শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ৪ ডিসেম্বর ২০২৫

চমক নিয়ে আবারও পর্দায় আসছেন অপু বিশ্বাস

চমক নিয়ে আবারও পর্দায় আসছেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে বিজ্ঞাপনে মডেলিং, শোরুম উদ্বোধন ও ফটোসেশনের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে প্রতিনিয়ত নতুন ও নান্দনিক রূপে উপস্থাপন করে ভক্তদের মুগ্ধ করছেন। তার ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই সৌন্দর্য ও স্টাইলে মুগ্ধ প্রতিক্রিয়া জানান ভক্ত-অনুরাগীরা।

দীর্ঘ প্রায় দুই বছরের বিরতির পর এবার তিনি আবারও রূপালি পর্দায় ফিরছেন। রোমান্টিক–অ্যাকশন ও থ্রিলার ঘরানার *‘সিক্রেট’* সিনেমায় তাকে প্রধান চরিত্রে দেখা যাবে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আদর আজাদ। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে চলতি মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এরই মাঝে বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় সোনালি নকশায় হার, দুল, চুড়ি ও ঝলমলে হীরার মতো অলংকারে সাজানো জমকালো শাড়িতে। চুলে ফুলের খোঁপা পুরো সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা, প্রকাশ করেছে তার চিরচেনা আভিজাত্য ও স্টাইলের ছাপ। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— “এই ব্যক্তিই সব সাফল্যের মূল, তিনিই ব্যাপক কর্তৃত্বের অধিকারী।”

স্টাইল ও সৌন্দর্যের জন্য বরাবরই প্রশংসিত অপু বিশ্বাস নিয়মিত ফটোসেশন ও মডেলিংয়ের মাধ্যমে নিজেকে নতুন রূপে তুলে ধরেন। এবারও তার সাজ–স্টাইল সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন— “নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন সত্যিকারের স্টাইল আইকন।”

ভক্তদের মতে, অভিনয়ের বাইরে তার ফ্যাশন সেন্স তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে—যা তাকে তারকাখ্যাতির পাশাপাশি স্টাইল অনুপ্রেরণার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।

জনপ্রিয়