শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ৩০ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে জঙ্গি দমনে অভিযানে নিহত ৫

পাকিস্তানে জঙ্গি দমনে অভিযানে নিহত ৫
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ডোমেল তহসিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র সংঘর্ষে এক কমান্ডারসহ অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) পরিচালিত দিনব্যাপী এই অভিযানে তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্পেরকা ও কোটকা আকবর আলী খান এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের আস্তানাকে লক্ষ্য করে ২৫টিরও বেশি কোয়াডকপ্টার হামলা চালায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গোলাগুলি হয়। সূত্র জানায়, এ সময় অন্তত সাত জঙ্গি আহত হয়েছে।

নিহত কমান্ডারকে জেওয়ারান ওরফে আল-বদরি হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি একাধিক মামলায় ওয়ান্টেড ছিলেন। অভিযানের পর পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের ধরতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় একটি বাড়িতে গোলাবর্ষণের ফলে এক ব্যক্তি, তার মা ও দাদি নিহত হন। একই পরিবারের নারী ও শিশুসহ আরও কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। খলিফা গুল নওয়াজ হাসপাতালের এক মুখপাত্র জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছিল। বান্নুর সিনিয়র পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন।

এর আগে চলতি সপ্তাহে ডোমেলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়। এছাড়া ১৩ জানুয়ারি বান্নু জেলায় সশস্ত্র হামলায় একটি শান্তি কমিটির চার সদস্য নিহত হন।