শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২২ এপ্রিল ২০২৪

শ্রীলঙ্কায় রেসিং কারের ধাক্কায় নিহত ৭

শ্রীলঙ্কায় রেসিং কারের ধাক্কায় নিহত ৭
সংগৃহীত

শ্রীলঙ্কায় রেসিং কারের ধাক্কায় ৭জন নিহত হয়েছেন। এই কার রেসটি দেশটির সেনাবাহিনীর পক্ষে আয়োজন করেছিল।

বিবিসি জানায়, রবিবার দিয়াতালাওয়া অঞ্চলের ওই দুর্ঘটনায় ২১ জন আহত হন।  

জানা যায়, রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার দূরে ফক্স হিল অঞ্চলে এ কার রেসের ব্যবস্থা করা হয়। ট্র্যাকের দুদিকে জড়ো হন বহু মানুষ। এমন পরিস্থিতির মধ্যে আচমকাই একটি রেসিং কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে বেরিয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।আহত হন অনেকে।

পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বাকি অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয়।

শ্রীলঙ্কার সেনাবাহিনী এমন অনুষ্ঠানের আয়োজন এবারই প্রথম নয়। তবে গত পাঁচ বছরে রেস হয়নি।

আ/ম

জনপ্রিয়