গাজায় ইসরাইলের হামলায় নিহত ২৮, আহত ৭৭
চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি স্থাপনা, গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এবং জয়তুনে দুটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফের হামলায় এক পরিবারের বাবা, মা এবং তিন সন্তানসহ পুরো পরিবার নিহত হয়েছেন।
গাজার সাধারণ মানুষ এখনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ সেখানে যুদ্ধ পরিস্থিতি এখনো অব্যাহত এবং ইসরাইলি বাহিনীর সহিংসতায় ফিলিস্তিনিরা নিয়মিত প্রাণ হারাচ্ছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ-পূর্ব গাজার খান ইউনিসে কর্মরত তাদের সেনাদের ওপর হামাসের কয়েকজন সন্ত্রাসীর গুলি ছোড়ার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে। আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তুসমূহ হামাসের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল এবং এটি যুদ্ধবিরতির লঙ্ঘন নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গাজার খান ইউনিস এবং গাজা সিটির পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
হামাস এই হামলাকে “বিপজ্জনক উত্তেজনা” হিসেবে নিন্দা জানিয়েছে এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর যুক্তি প্রত্যাখ্যান করেছে।



























