শনিবার ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রাহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২১ নভেম্বর ২০২৫

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আগুন

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আগুন
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন—কপ-৩০-এর মূল ভেন্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকস্মিক এই আগুনে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অন্তত ১৩ জন অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বেলেমের সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোনে আগুনের সূত্রপাত হয়। খুব অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে এমন সময়, যখন বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ চুক্তির খসড়া তৈরিতে ব্যস্ত ছিলেন।

১৭ নভেম্বর সোমবার থেকে শুরু হওয়া কপ-৩০ সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ২০০টি দেশ থেকে কয়েক হাজার প্রতিনিধি বেলেমে উপস্থিত হয়েছেন।

এক বিবৃতিতে আয়োজন কমিটি জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে অগ্নিকাণ্ডের পর ব্রাজিলের দমকল বাহিনী ও জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপস্থিত সবাইকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং মাত্র ছয় মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থানীয় চিকিৎসকেরা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বেলা স্থানীয় সময় দুইটার দিকে আগুন লাগে। বেলেমের পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত—তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি তদন্তে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে।

অগ্নিকাণ্ডের সময় সম্মেলন কেন্দ্রে ‘মুতিরাও’ নামের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর একটি রোডম্যাপ তৈরির খসড়া প্রস্তুতি চলছিল। এই অঘটনের ফলে চুক্তি সংক্রান্ত সব কাজ আপাতত স্থগিত হয়ে গেছে।

সূত্র: রয়টার্স, এএফপি

জনপ্রিয়