যুদ্ধবিরতির মধ্যেই বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের ঘনবসতিপূর্ণ দাহিয়েহ এলাকায় ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় নেতা সহ পাঁচজন নিহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) ইসরাইলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে। পরে হিজবুল্লাহও তাদের নেতার মৃত্যুর খবর প্রকাশ করে।
ইসরাইল দাবি করেছে, নিহত হিজবুল্লাহ নেতা হাইথাম আলী আল-তাবতাবাই, যিনি সংগঠনটির চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আরব নিউজের প্রতিবেদনে তাকে হিজবুল্লাহর দ্বিতীয় সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, আবাসিক ভবনে সরাসরি বোমা হামলার ফলে ৫ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। জনবহুল এলাকায় হামলা চালানোয় হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, চলমান যুদ্ধবিরতির মধ্যে এমন আক্রমণ চালিয়ে ইসরাইল “গুরুতর একটি সীমা অতিক্রম করেছে”। তাদের দাবি, এ ধরনের হামলা স্পষ্টভাবে উসকানিমূলক।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কয়েক মাস শান্ত পরিস্থিতি বজায় থাকার পর দক্ষিণ বৈরুতে এটি প্রথম বড় ধরনের হামলা।
ইসরাইলি কর্মকর্তাদের অভিযোগ, হিজবুল্লাহ পুনরায় সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করছে এবং রকেট, ক্ষেপণাস্ত্রসহ বিস্ফোরকবাহী ড্রোন উৎপাদন বাড়িয়েছে। এসব কারণেই উত্তেজনার মাত্রা বাড়ছে বলে দাবি তাদের।
তথ্যসূত্র: বিবিসি



























