মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১১:২৭, ২৬ এপ্রিল ২০২৪

তানজানিয়ায় বন্যায় নিহত ১৫৫

তানজানিয়ায় বন্যায় নিহত ১৫৫
সংগৃহীত

তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে সৃষ্ট বন্যায় ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ। এই খবরটি এপি'র প্রতিবেদনা প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, ‘এল নিনো’ চলমান বর্ষাকালের পরিস্থিতিকে আরও খারাপ করেছে, যার ফলে বন্যা হচ্ছে। একইসঙ্গে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে। বন্যা কবলিত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি সেবার মাধ্যমে বন্যাকবলিতদের উদ্ধার করা হয়েছে।

বৃষ্টিতে ৫১ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

আ/ম

 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়