নাইজেরিয়ার সঙ্গে স্বাস্থ্য সহায়তা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের
নাইজেরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে ওয়াশিংটন একটি গুরুত্বপূর্ণ সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার যুক্তরাষ্ট্র জানায়, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই এই উদ্যোগ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানানোর পরই এই সহায়তা চুক্তি সম্পন্ন হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, পাঁচ বছরের এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ওয়াশিংটন এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া ও পোলিও প্রতিরোধসহ মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে ২ দশমিক ১ বিলিয়ন ডলার অনুদান দেবে। একই সঙ্গে পাঁচ বছরে নিজেদের জাতীয় স্বাস্থ্য ব্যয় প্রায় ৩ বিলিয়ন ডলার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে নাইজেরিয়া। মুখপাত্র আরও বলেন, চুক্তিতে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সক্ষমতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত মাসে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। তিনি দাবি করেন, নাইজেরিয়াসহ অনেক দেশে খ্রিস্টান ধর্ম ‘অস্তিত্বগত হুমকির’ মুখে—যা বিশ্বব্যাপী খ্রিস্টান নিপীড়ন বিষয়ে তার প্রশাসনের অবস্থানকে আরও জোরালো করে।
ওয়াশিংটন ইতোমধ্যে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ‘বিশেষ উদ্বেগের’ দেশ হিসেবে নাইজেরিয়াকে তালিকাভুক্ত করেছে এবং দেশটির নাগরিকদের ভিসা প্রদানে সীমাবদ্ধতা আরোপ করেছে।
শনিবার স্বাক্ষরিত এই নতুন চুক্তি—খ্রিস্টান জনগোষ্ঠীকে সহিংসতা থেকে সুরক্ষা দিতে নাইজেরিয়া যে সাম্প্রতিক সংস্কার গ্রহণ করেছে, তার প্রেক্ষিতেই আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।



























