বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ২৪ ডিসেম্বর ২০২৫

ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস এখনো শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, সকালে নিয়মিত টহলের সময় হঠাৎ পেছন দিক থেকে ছোড়া দুটি গুলি বিপিন কুমারের শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, আহত সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে।

বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে বিপিন কুমারের চিকিৎসা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত বিএসএফের স্থানীয় দপ্তর কিংবা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফ সদস্যকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়