দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে তীব্র উত্তেজনা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দলের নেতৃত্বে বড় আকারের বিক্ষোভ দেখা যায়।
বিক্ষোভ চলাকালে কিছু অংশগ্রহণকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তারা অন্তত দুটি ব্যারিকেড অতিক্রম করে হাইকমিশনের একদম সামনে পৌঁছে স্লোগান দিতে থাকেন।
সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কায় আগেই তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। হাইকমিশনের আশপাশে মোতায়েন করা হয় পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর অতিরিক্ত সদস্য।
কঠোর নিরাপত্তা সত্ত্বেও কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে এগিয়ে আসায় পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
সূত্র: এনডিটিভি



























