ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন। ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট দুপুর ১১:৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকায় ভারতের হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছায়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের সরকার ও জনগণের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন এস জয়শঙ্কর। সেই অনুযায়ী বুধবার তিনি ঢাকা সফর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।



























