বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ৩১ ডিসেম্বর ২০২৫

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল
ছবি: সংগৃহীত

দেশবাসীর প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার পথে ঢুকেছে সর্বস্তরের লাখো মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ—যে যার মতো করে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

গতকাল রাত থেকেই মানিক মিয়া এভিনিউতে ভিড় জমতে শুরু করে। তীব্র শীতকেও উপেক্ষা করে মানুষ রাস্তায় রাত কাটাচ্ছেন, যেন শেষবারের মতো প্রিয় নেত্রীকে একনজর দেখার সুযোগ পান। অনেকেই ফুটপাতেই রাত কাটিয়েছেন জানাজায় সামনের কাতারে থাকার আশা নিয়ে।

বগুড়ার ৬২ বছর বয়সী কৃষক সাত্তার মিয়া লাঠিতে ভর দিয়ে ঢাকায় এসেছেন। তিনি বলেন, “ম্যাডাম হামাগের মা। ওনারে শেষবারের মতো দেখমু না, তা কি হয়? শরীর চলে না, তাও মনের জোরে এসেছি। ওনার জানাজায় অংশ নিতে পারলেই শান্তি।”

রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে মানুষ মিছিল আকারে আসছেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়ার পথ ধরেছেন।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ইমামতি করবেন। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

গতকাল ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী। জীবনের শেষ মুহূর্তে পাশে ছিলেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

জনপ্রিয়