বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ৩১ ডিসেম্বর ২০২৫

মায়ের মরদেহের পাশে বসে তিলাওয়াত করছেন তারেক রহমান

মায়ের মরদেহের পাশে বসে তিলাওয়াত করছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে দলের নেতাকর্মী এবং স্বজনরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বের করা হয় বেগম জিয়ার মরদেহ।

সোয়া ৯টার দিকে ছেলের বাসায় পৌঁছায় বিএনপি নেত্রীর মরদেহ। সেখানে নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া।

জনপ্রিয়