শনিবার ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

আন্তর্জা‌তিক‌ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ৯ জানুয়ারি ২০২৬

এবার মাদুরোকে নিয়ে মুখ খুললেন এরদোয়ান

এবার মাদুরোকে নিয়ে মুখ খুললেন এরদোয়ান
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে আটক করার আগে তুরস্কে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে যে খবর প্রকাশিত হয়েছিল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তা অস্বীকার করেছেন। 

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা করে আটকের দিন কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে ‘আজ তুরস্কে থাকতে পারেন মাদুরো’, কিন্তু এরদোগান বলেছেন, আঙ্কারা এমন কোনও অনুরোধ পাননি। 

৩ জানুয়ারী, মার্কিন বাহিনী হামলা চালিয়ে কারাকাসে মাদুরোকে স্ত্রীসহ আটক করে। বিচারের মুখোমুখি করার জন্য তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এই আকস্মিক অভিযান আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে এবং এর বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

উল্লেখ্য, কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মাদুরোকে ক্ষমতা ছেড়ে তুরস্কে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহার বরাতে জানায়, মাদুরো এখন তুরস্কে থাকতে পারত, কিন্তু তিনি নিউইয়র্কে বন্দি রয়েছেন। সাংবাদিকদের কাছে তিনি এমন তথ্য প্রকাশের পরই মুখ খুলেন তুরস্কের প্রেসিডেন্ট।

সর্বশেষ

জনপ্রিয়