পল্লবীতে যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহজাদীসহ চারজন গ্রেফতার
রাজধানীর পল্লবীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ শাহজাদী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর সেনা ক্যাম্পের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী শাহজাদী বেগমের দোতলা বাড়িতে
ভোর পর্যন্ত অভিযান চালায়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত শাহজাদী বেগমের দোতলা বাড়িতে অভিযান পরিচালিত হয়। অভিযানে পল্লবী থানার এক প্লাটুন পুলিশ ফোর্স অংশ নেয় এবং মিরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।
পল্লবী থানার পুলিশের তথ্যমতে, অভিযানে শাহজাদী বেগমের বাড়ির নিচতলার দুটি কক্ষ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং ৫টি স্মার্টফোন জব্দ করা হয়।
অভিযানের সময় শাহজাদী বেগম এবং তার সহযোগী মো. রনি, মো. ইসলাম ও বেলিকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই পল্লবী থানাধীন সেকশন–১২, ব্লক–ডি, পূর্ব কুর্মিটোলা ক্যাম্প এলাকার বাসিন্দা।
পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



























