সব দলের জন্য সমান সুযোগ বজায় রয়েছে: শফিকুল আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার মতো দৃশ্যমান কোনো ঘটনা এখনো ঘটেনি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ আছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন কিছু নির্দেশ করে না। এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যার ভিত্তিতে বলা যায় যে নির্বাচনী সমতা বিঘ্নিত হয়েছে।”
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এ দেশে পীর-দরবেশদের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে মাজারে হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত নিন্দনীয়।
শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের দেশ। এখানে সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। এদিন সকালে তিনি নগরীর জুবলী রোড এলাকার বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় অবস্থিত হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)–এর মাজার পরিদর্শন করেন।
মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আগের তুলনায় বেড়েছে এবং মাজারের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
গণভোটের বিষয়ে প্রেস সচিব বলেন, সরকার চায় সবাই যেন দলবলে গিয়ে গণভোটে অংশ নেন। তাঁর ভাষায়, “আমরা চাই, বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না হয় এবং দেশের সব মানুষের অধিকার অক্ষুণ্ন থাকে। অতীতের অপশাসন যেন আর ফিরে না আসে।”
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং অনেকেই শোক বইয়ে সই করেছেন। এ বিষয়টি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও বাস্তবে এমন কিছু ঘটেনি, যাতে নির্বাচনী সমতার পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে দাবি করা যায়।



























