ইরানে বিক্ষোভে নিহত ৫০০-এরও বেশি: মানবাধিকার সংস্থা
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
এই তথ্য প্রকাশের সময়টিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ একই সঙ্গে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরানে হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছে যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দিয়েছে—যুক্তরাষ্ট্র হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে।
২০২২ সালের পর ইরানে এবারই সবচেয়ে বড় আকারের সরকারবিরোধী আন্দোলন দেখা যাচ্ছে। এতে করে দেশটির শাসকগোষ্ঠী আবারও গুরুতর রাজনৈতিক চাপে পড়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে পারে।
এইচআরএএনএ জানিয়েছে, ইরানের ভেতরে ও বিদেশে অবস্থানরত মানবাধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে তারা গত দুই সপ্তাহে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একই সময়ে দেশজুড়ে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।
তবে ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ থেকে গত ২৮ ডিসেম্বর ইরানে যে আন্দোলনের সূচনা হয়, তা অল্প সময়ের মধ্যেই ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই আন্দোলনে উসকানি দিচ্ছে।
এদিকে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়া ঠেকাতে গত বৃহস্পতিবার থেকে ইরান কর্তৃপক্ষ প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে।
তথ্যসূত্র: রয়টার্স



























