রোববার ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ১০ জানুয়ারি ২০২৬

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারী নিহত

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারী নিহত
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন।

গত বৃহস্পতিবার রাতে তেহরানসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নিলে তা দমনে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র রাজধানীর ছয়টি হাসপাতালে ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

সাময়িকীটি বলছে, এই মৃত্যুর তথ্য নিশ্চিত হলে তা প্রমাণ করবে যে বিক্ষোভ দমনে ইরান সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তাকেও উপেক্ষা করার ইঙ্গিত দেয়। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চললে খামেনি সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই সরকারবিরোধী আন্দোলন ইতোমধ্যে দেশের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংস ঘটনার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেয়।

সর্বশেষ

জনপ্রিয়